নিজস্ব প্রতিবেদক: “অন্তভূক্তিমূলক টেকসই ভবিষ্যত বিনির্মাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার নলতায় ৩৩ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) নলতার এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে সিডিডি’র সহযোগীতায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি অনুজা মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান। সভায় বক্তব্য দেন এমজেএফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম, নলতা শরীফ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন বিল্লাহ, নলতা ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও অভিভাবক রফিকুল ইসলাম খোকন, ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি ও অভিভাবক আশরাফ হোসেন, অভিভাবক জাহানারা খাতুন, মিনতী রানী, অঞ্জলী দাসী প্রমুখ। এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক আবুল কাশেমের পরিচালনায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, নলতা শরীফ প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম বিন আকবর, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফুল হক, সাদ্দাম হোসেন, শরিফা পারভীন, শিক্ষা সহায়ক রহিমা খাতুন, আবুল হুসাইন, স্থানীয় সমাজসেবক শহিদুল ইসলাম শেখ, ইউনুস শেখ সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, শিক্ষার্থী ও অভিভাবকগন। আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
নলতায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত
পূর্ববর্তী পোস্ট