বিশেষ প্রতিবেদক: কালীগঞ্জ উপজেলার নলতা সহ ১২ টি ইউনিয়নের ফার্মেসী গুলোতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয় হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন অজ্ঞাত কারনে নিরব। ফলে ক্রেতারা প্রতারিত হচ্ছেন। প্রাপ্ত তথ্যে জানা যায়, বিভিন্ন ফার্মেসীতে বিক্রি হচ্ছে নেশার ট্যাবলেট, যাহা রেজিস্ট্রার ডাক্তারের প্রিসক্রিপশন ছাড়া বিক্রি করা সম্পুর্ন অপরাধ। অনেক ব্যাবসায়ীর লাইসেন্স ও নেই।
ফলে সরকার রাজস্ব আয় থেকেও বঞ্চিত হচ্ছেন। অনেক দোকানদার অধিক লাভের আশায় নিম্ন মানের ওষুধ কোম্পানির ওষুধ বিক্রয় করার কারনে ক্রেতারা আর্থিকভাবে প্রতারনার শিকার ও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।এসব দোকানে অভিযান পরিচালনা করার আইন থাকলেও আইন প্রয়োগকারী সংস্থা নিরব ভুমিকা পালন করছেন।
অনতিবিলম্ব এসব অসাধু ব্যাবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহন করার জন্য সচেতন মহল সংশ্লিষ্ট কতৃপক্ষের জরুরী হস্তক্ষেপ ও সুদৃষ্টি কামনা করছেন।