১৫ জুলাই-৮ আগস্টের কোন মামলায় গ্রেফতার হয়রানি নয়-স্বরাষ্ট্র মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, ছাত্র জনতার গণঅভ্যুথানে গত ১৫ জুলাই থেকে ৮ আগস্ট এর মধ্যে ঘটনায় কোন মামলায় কাউকে হয়রানি করা যাবে না । তবে সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু সাতক্ষীরা সদর থানা ভাঙচুর, অগ্নি সংযোগ ও ট্রাফিক পুলিশ অফিসের এটিএম বুথ লুটের পৃথক দুটি মামলায় কারারুদ্ধ রয়েছেন । গতকাল একটি মামলায় তাকে একদিনের রিমান্ডে নিয়েছে সাতক্ষীরা সদর থানা পুলিশ ।
নাসিম ফারুক খান মিঠুকে যে দুটো মামলায় সন্দেহভাজন আসামী হিসেবে গ্রেফতার করা হয়েছে উল্লেখিত মামলা দুটোর ঘটনার তারিখ গত ৫ আগস্ট ।
আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলা ও বাংলাদেশ প্রতিদিন সহ বিভিন্ন গণমাধ্যমের অনলাইন সংস্করণের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান কে কেন্দ্র করে গত ১৫ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত ঘটনার কোন মামলায় কাউকে হয়রানি করা যাবে না ।
প্রসঙ্গত, গত ৫ অক্টোবর রাতে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার নিজ বাড়ি থেকে সেনাবাহিনীর অভিযানে সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু গ্রেফতার হন । পরদিন তাকে সদর থানা পুড়ানো মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। গত সাত অক্টোবর সাতক্ষীরা শহরের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন মিঠু খানের মুক্তির দাবিতে নিউমার্কেট মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। এরপর ট্রাফিক পুলিশ অফিস সংলগ্ন এটিএম বুথ লুটের পৃথক মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়। উল্লেখিত মামলায় গতকাল তাকে একদিনের পুলিশ রিমান্ডে আনা হয়েছে । স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষনা অনুযায়ী উল্লেখিত তারিখের মধ্যে ঘটনার মামলা দুটো কি কার্যকর থাকবে?