জিয়াউর রহমান,শ্যামনগর থেকে:
সাতক্ষীরা শ্যামনগরে অবৈধভাবে ভারতীয় মদ আনার খবর টের পেয়ে অভিযান চালিয়ে জব্দ করেছেন বাংলাদেশ কোষ্টাগার্ড পশ্চিম জোনের কৈখালী স্টেশনের সদস্যরা।
বুধবার (০৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে কোষ্টগার্ড কৈখালী স্টেশনের চীফ পেটি অফিসার (পিও) রিয়াজুল হক আকন্দের নেতৃত্বে কোষ্টগার্ড সদস্যরা বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী শৈলখালী গ্রামে ধীমান জোয়ারদারের বাগান হতে বস্তাভর্তি ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। অভিযানের খবর টের পেয়ে চোরাকারবারীরা বস্তাভর্তি মদ ফেলে পালিয়ে যায়।
জব্দকৃত মদ শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। মদের মূল্য আনুমানিক পৌনে তিন লাখ টাকা কোষ্টগার্ড জানান। শ্যামনগর থানার ওসি (তদন্ত) ফকির তাইজুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় মাদক আইনে মামলা হয়েছে।