আশাশুনি সংবাদদাতা:
আশাশুনিতে নবাগত সাতক্ষীরা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ এর সাথে উপজেলার সরকারি কর্মকর্তা, কর্মচারী ও সুধীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা এতিম ছেলেমেয়েদের জন্য কারিগরি শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাহ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজ থেকে আশাশুনির কোন দপ্তরে ঘুষ দুর্নীতি চলবে না।
কেউ এ ধরনের কাজের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, সর্বপ্রথমে আমাদের ভালো মানুষ হতে হবে। আমরা ভালো মানুষ হতে পারলে প্রত্যেক সেক্টর থেকে অনিয়ম নির্ম‚ল হয়ে যাবে। মাদকের বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কোন মাদক ব্যবসায়ী এবং মাদক সেবীদের ছাড় দেওয়া হবে না।
আসন্ন দুর্গোৎসব নির্বিঘ্নে পালনে আশাবাদ ব্যপ্ত করেন। মতবিনিময় কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়, সরকারি কমিশনার ভ‚মি রাশেদ হোসাইন, আশাশুনি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক হোসেন আলী, থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী পরকৌশলী রাশেদুল ইসলাম, আশাশুনিতে দায়িত্বরত সরকারি কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, গণমাধ্যম কর্মী, শিক্ষক প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি প্রমুখ। এ সময় উপজেলার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।