নজরুল ইসলাম, তালা থেকে: তালায় আসন্ন শারদীয় দূগোৎসব উপলক্ষ্যে ১৯৫ টি পূজা মন্ডপের অনুকূলে সরকারী অনুদান বিতরণ ও আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও পূজা উদযাপন পরিষদের আয়োজনে শিল্পকলা একাডেমী হলরুমে অনুদান বিতরণ ও আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক শেখ মোঃ রাসেল।
পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন, তালা অফিসার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মমিনুল ইসলাম পিপিএম,পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ(ওসি) মুহম্মাদ হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, উপজেলা জামায়েত ইসলামের আমীর মাওলানা মফিদুল ইসলাম।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু নারায়ণ চন্দ্র মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ধানদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম,তেঁতুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ,খলিশখালী ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাবীর হোসেন,জালালপুর ইউপি চেয়ারম্যান এম.মফিদুল হক লিটু,ইসলামকাটি ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক,খেশরা ইউপি চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু, মাগুরা ইউপি চেয়ারম্যান গনেষ দেবনাথ প্রমুখ। সভায় উপজেলা ১৯৫ টি পূজা মন্ডপের অনুকূলে প্রতিটি ৫০০ কেজি (১৯৫০০টাকা) সরকারী অনুদান বিতরণ ও পূজা উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে সকলকে সজাগ থাকার পাশাপাশি উপজেলা প্রশাসন ও পুলিশ সর্বক্ষণ তাদের পাশে থাকার আশ^াস প্রদান করেন।
তালায় ১৯৫ টি পূজা মন্ডপের অনুকূলে সরকারী অনুদান বিতরণ
পূর্ববর্তী পোস্ট