কামরুল হাসান, কলারোয়া থেকে:
কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নে যুবদলের এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত ৯টায় পাঁচপোতা চেয়ারম্যান মোড়ে ৬নং ওয়ার্ডের আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো: আশরাফ হোসেন।
৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি মইনুজ্জামান ময়েন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের আহবায়ক মফিজুল ইসলাম রানা, সদস্য সচিব আক্তারুজ্জামান আক্তার, সিনিয়র যুগ্ম আহব্বায়ক শহিদুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সভাপতি আবুবক্কর, সাধারণ সম্পাদক মাহফুজ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মহাসিন, বাশার, ইকবাল, ওয়ার্ড ছাত্রদলের সভাপতি, তারেক আজিজ, সাধারণ সম্পাদক বেনজির প্রমুখ। কর্মী সম্মেলনে বক্তারা দলকে সুসংগঠিত করতে সকল ভেদাভেদ ভুলে একসাথে কাজ করার আহবান জানান।