
দেবহাটা ব্যুরো: দেবহাটায় ঘুর্নিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থদের মাঝে সরকারী ভাবে চাল বিতরন করা হয়েছে। বৃহষ্পতিবার সকাল ১০ টায় দেবহাটা সদর ইউনিয়ন পরিষদে চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী। এসময় সদর ইউনিয়নে বরাদ্দকৃত ৫ টন চাল ক্ষতিগ্রস্থ ৮০৭ জনের মধ্যে সুষ্ঠভাবে বিতরন করা হয়। পরে চাল বিতরন কার্যক্রম পরিদর্শন করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া আফরীন। এসময় দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের সচিব কামরুল ইসলাম সহ সকল ইউপি সদস্য ও সদস্যারা উপস্থিত ছিলেন।