প্রেস বিজ্ঞপ্তি :
দৈনিক সকালের সময় ৮ম বর্ষে পদার্পণে বর্ষসেরা ২০২৪ শ্রেষ্ট রিপোর্টার হিসেবে সম্মাননা স্মারক এওয়ার্ড লাভ করেছেন সাংবাদিক এস কে কামরুল হাসান।তথ্য অনুসন্ধানী ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাহসী ভূমিকা রাখায় পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক নূর হাকিম তাকে এই পুরস্কার প্রদান করেন।
এস কে কামরুল হাসান ২০০৫ সাল থেকে সাতক্ষীরায় প্রকাশিত মরহুম অধ্যক্ষ তমিজ উদ্দিনের সাপ্তাহিক মুক্ত আলাপ পত্রিকা থেকে সাংবাদিকতার হাতে খড়ি শুরু হয়।তারপর যশোর থেকে প্রকাশিত দৈনিক কল্যাণ পত্রিকায় জেলা প্রতিনিধি হিসেবে বেশ লম্বা সময় দায়িত্ব পালন করেন।
এভাবে জাতীয় দৈনিক দেশ জনতা,দৈনিক একুশে সংবাদ,দৈনিক মুক্ত খবর, সাপ্তাহিক অপরাধ বিচিত্রার মতো কাজ করার অভিজ্ঞতা আছে কামরুল হাসানের।এছাড়া বেসরকারি টিভি চ্যানেল বিজয় টেলিভিশন সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসাবে দীর্ঘ সময় কাজ করেছেন কামরুল হাসান।সাতক্ষীরা জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি।তাছাড়া সামাজিক সংস্কৃতিক সংগঠনের বিভিন্ন পদেও তিনি দায়িত্ব পালন করে আসছেন।সর্বশেষ বহুল প্রচলিত জাতীয় দৈনিক সকালের সময় জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন এস কে কামরুল হাসান।সেই সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক এই সম্মানজনক বর্ষসেরা শ্রেষ্ঠ সাংবাদিক সম্মাননা স্মারক এওয়ার্ড প্রদান করেন।