পাইকগাছা প্রতিবেদক: পাইকগাছায় মাঘের কনকনে শীত, ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় সঙ্গে যুক্ত হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বৃষ্টির ফলে উপজেলা জুড়ে শীত জেঁকে বসেছে। শীতে দক্ষিণাঞ্চলে গ্রামাঞ্চল, আশ্রয়ণ প্রকল্পে সাত-সকালে দেখা মিলবে অসংখ্য অসহায় দুস্থ মানুষের। এদের কষ্টের শেষ নেই।
আমরা যখন লেপ-কম্বল গায়ে জড়িয়ে দীর্ঘ রাত সুখ নিদ্রায় বিভোর তখন তাঁদের রাত কাটে নির্ঘুম অবস্থায় শীতের প্রকোপে জবুথবু হয়ে। যার পেটে ভাত নেই তাঁর গায়ে গরম কাপড় জুটবে কীভাবে! শীতার্তদের পাশে সরকারি সাহায্যের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও বিত্তবানদের এগিয়ে আসা উচিত। তারই ধারাবাহিকতায় পাইকগাছায় বৃহস্পতিবার বিকেলে আলোকদ্বীপ আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার
কম্বল বিতরণ করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু। শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কালে উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু বলেন, অসহায় ও শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানো সরকারের পাশাপাশি সমাজের সকলেরই নৈতিক দায়িত্ব। আমাদের উপার্জিত অর্থের সামান্য পরিমাণও যদি এ সকল অসহায়দের জন্য আমরা বরাদ্দ করি তাহলে বিন্দু বিন্দু সে দান শীতার্তদের কষ্ট লাঘবে যথেষ্ট ভ‚মিকা রাখতে পারে।
পাইকগাছায় শীতবস্ত্র বিতরণ করলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু
পূর্ববর্তী পোস্ট