এসএম আতিয়ার রহমান, মনিরামপুর: যশোর ৫ আসনের নবনির্বাচিত জাতীয় দ্বাদশ সংসদ সদস্য হিসেবে এস এম ইয়াকুব আলী শপথ গ্রহণ করেছেন। বুধবার (১০ জানুয়ারি) সকাল সোয়া ১০ টার দিকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনের শপথ কক্ষে এ শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ শেষে এসএম ইয়াকুব আলী এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। এ সময় সংসদ সচিবালয়ে উর্ধতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত হওয়া এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রতীকের প্রার্থী পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা বাবু স্বপন ভট্টাচার্য্যকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী হাফেজ এসএম ইয়াকুব আলী বিপুল ভোট পেয়ে জয়লাভ করেন। তিনি এমপি নির্বাচিত হয়ে জাতীয় দ্বাদশ সংসদে আসার অনুভুতি প্রসঙ্গে হাফেজ এসএম ইয়াকুব আলী বলেন, আমি শপথ যা যা বলেছি, তা তা যনো অক্ষরে অক্ষরে যেন পালন করতে পারি এবং মনিরামপুর উপজেলার জনগণকে ঐক্যবদ্ধ করে এলাকায় মাদক মুক্ত ও সত্রাস মুক্ত একটি ডিজিটাল ও স্মার্ট মনিরামপুর গড়তে পারি এ জন্য আপনাদের সকালের কাছে দোয়া ও আশিবাদ প্রর্থনা কামনা করছি। এবং শপথ নেওয়ার পরে। আজ ১৪ জানুয়ারি সকাল ১১টায় যশোর বিমানবন্দরে পৌঁছাবেন এবং মনিরামপুরের নেতাকর্মীরা তাকে রিসিভ করে এনে মনিরামপুর দলীয় আওয়ামী লীগ অফিসের সামনে মনিরামপুরে সকল স্তরের মানুষ সংবর্ধনার আয়োজন করবেন।
শপথ নিলেন মনিরামপুরের নবনির্বাচিত এমপি ইয়াকুব আলী
পূর্ববর্তী পোস্ট