নিজস্ব প্রতিবেদক: রসুলপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের সভাপতি ও ৯নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. ফরিদা খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার নাহিদ আক্তার, মো. মাসুম বিল্লাহ। এসময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আজমল হোসেন বাবু।
রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
পূর্ববর্তী পোস্ট