কলারোয়া ব্যুরো: কলারোয়ায় মুরারীকাটি ওয়ার্ডে নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের সমর্থনে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) বিকালে ৮নং মুরারীকাটি ওয়ার্ড আ.লীগের আয়োজনে উত্তর মুরারীকাটি জামে মসজিদ প্রাঙ্গনে পথসভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু। বক্তব্যে তিনি জননেত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে আগামী ৭ মার্চ অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনকে ভোট দিয়ে সংসদে পাঠিয়ে জননেত্রীর হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরো বলেন স্থানীয়ভাবে দলীয় মতো পার্থক্য থাকলেও এখন থেকে সকল ভেদাভেদ ভুলে নৌকার প্রার্থী স্বপনকে জয়ী করতে নির্বাচনী মাঠে ঐক্যবদ্ধভাবে তৃলমূল স্তরের নেতা- কর্মীদের কাজ করার আহবান জানান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা আ.লীগ সভাপতি সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল। ৮নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর শেখ ইমাদুল ইসলামের সভাপতিত্বে সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রবীন আ.লীগ নেতা কপাই সভাপতি শেখ সহিদুল ইসলাম, পৌর আ. লীগ সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, কপাই সাধারণ সম্পাদক অ্যাড. শেখ কামাল রেজা, সাবেক ছাত্রলীগ নেতা শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, সহকারী অধ্যাপক ইউনুছ আলী খান, যুবলীগ নেতা শেখ মাসুমুজ্জামান মাসুম, মফিজুল ইসলাম লাভলু, শহিদ আলী, সঞ্জয় সাহা, সাংবাদিক শেখ তারিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, রাজু রায়হানসহ অসংখ্য মহিলা আ.লীগসহ ওয়ার্ড আ.লীগের নেতা- কর্মীবৃন্দ। পথ সভাটি পরিচালনা করেন আ’লীগ নেতা শেখ মিরশাদ আলী।
কলারোয়ায় নৌকার প্রার্থী স্বপনের সমর্থনে পথসভা
পূর্ববর্তী পোস্ট