নিজস্ব প্রতিবেদক: “প্রবাসীর কল্যাণ, মর্যাদা আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার” এই প্রতিপাদ্যে সাতক্ষীরায় প্রথম বারের মত জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও চেক বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি’র আয়োজনে শনিবার (৩০ ডিসেম্বর) সকালে শহরের বিনেরপোতা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। পরে সেখানে চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) সরোয়ার হোসেন প্রতারিত হওয়া ৫০ জন প্রবাসী কর্মীদের মাঝে ৫০ হাজার টাকা করে চেক প্রদান করেন। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কে এম মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামান, বাংলাদেশ ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখা সহকারি ব্যবস্থাপক মোঃ সাদেক আলী, প্রবাসী কল্যাণ ব্যাংক সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক প্রসাদ কুমার মজুমদারসহ আরও অনেকে।
সাতক্ষীরায় প্রবাসী দিবসের র্যালী, আলোচনা সভা ও চেক বিতরণ
পূর্ববর্তী পোস্ট