কিশোর কুমার: তালা উপজেলার খলিষখালীতে সাতক্ষীরা ১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও দোলনা প্রতিকের প্রার্থী সরদার মুজিবের পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যার উপজেলার খলিষখালী ইউনিয়নের গাছা, দলুয়া ও কাশিয়াডাঙার বাজারে পথসভাটি অনুষ্ঠিত হয়েছে। সরুলিয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা অসিত রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সরদার মুজিব। অন্যনাদের মধ্যে বক্তব্য রাখেন, খলিষখালী ইউনিয়ন যুবলীগ নেতা ও ইউপি সদস্য স্বুীর দাশ, বরুন মন্ডল বাবলা সরদার, ফজলু রহমান প্রমুখ। এসময় সরদার মুজিব বলেন, কোন হুমকি ধামকি দিয়ে ভোটারদের ভোট দান থেকে বিরত রাখা যাবেনা। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে নিরোপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। কেউ নির্বাচনকে বাধাগ্রস্ত করলে প্রশাসন কঠোর ব্যাবস্থা নেবে। সবশেষে আগামী ৭ জানুযারি অনুষ্ঠিত নির্বাচনে সকলে দোলানা প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান তিনি।