নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস, ২০২৩ উদযাপন উপলক্ষে জেলা তথ্য অফিস, সাতক্ষীরা’র আয়োজনে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিতহয়। অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদানকরেন তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক সন্তোষ কুমার নাথ, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক চক্রবর্তী, সহকারী কমিশনার এসএম আকাশ। মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন অংশ নেন।