নিজস্ব প্রতিবেদক: পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও দেশের উন্নয়নে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে সাতক্ষীরায় গনশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ডিসেম্বর) সকালে সাতক্ষীরার সিভিল সার্জনের সম্মেলন কক্ষে ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে এই শুনানির আয়োজন করা হয়। জেলা এ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটির পবিত্র মোহন দাসের সভাপতিত্বে গনশুনানিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিভিল সার্জনের প্রতিনিধি ডা. সুশান্ত সরকার। সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক একেএম শফিকুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ, অধ্যাপক মো. সাগর আলী, সাতক্ষীরা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল ওহেদ, এড.কামাল রেজা, সাংবাদিক সাইফুল্লাহ কায়সার সুমন, জেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি শামিম আহম্মেদ, সাংবাদিক জুলফিকার রায়হান প্রমুখ। এসময় তাদের কাছে নানা সমস্যার কথা তুলে ধরেন জেলার বিভিন্ন স্থান থেকে আগত প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও ট্রান্সজেন্ডারগন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়কারী খালিদ হাসান।
ওয়েব ফাউন্ডেশনের উদ্যোগে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে গনশুনানি
পূর্ববর্তী পোস্ট