আব্দুর রহিম, কালিগঞ্জ: কালিগঞ্জে জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাতীয় পার্টির আয়োজনে মঙ্গলবার (১২ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা সদরের নাজিমগঞ্জ বাজারে দলীয় কার্যালয়ে বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পাটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান লাঙ্গল প্রতীকের কান্ডারী মো. মাহবুবর রহমান। এ সময় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পাটির সাবেক সভাপতি ও কুশুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান খাঁন লতিফুর রহমান বাবলু, সাংবাদিক শেখ সাইফুল বারী সফু, উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক ও নলতা ইউপির সাবেক চেয়ারম্যান আনছার আলী, শ্যামনগর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক এম কামরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হায়দার, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা জাতীয় পাটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান, মাষ্টার হাবিবুর রহমান, আলমগীর হোসেন প্রমুখ।
কালিগঞ্জে উপজেলা জাতীয় পাটির বিশেষ বর্ধিত সভা
পূর্ববর্তী পোস্ট