মেহেদী হাসান, খুলনা: ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করার পর পরই সারাদেশের ন্যায় খুলনার বাজারে বাড়তে থাকে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির দাম। বাজারগুলোতে ডাবল সেঞ্চুরি পার করে ২৪০ টাকা দামে বিক্রি করতে দেখা যায় সব ধরনের পেঁয়াজের। হঠাৎ এমন অস্বাভাবিক দাম বাড়ার কারণে পেঁয়াজ কেনা কমিয়েছেন সাধারণ ক্রেতারাও। সোমবার (১১ ডিসেম্বর) নগরীর বাজার গুলোতে পাইকারি ও খুচরা পেঁয়াজের বাজার ঘুরে এমন চিত্রই দেখা যায়। এদিকে, পেঁয়াজের অতিরিক্ত দাম, মূল্য তালিকা ও ক্রয়—বিক্রয় রশিদ না থাকায় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে সোনাডাঙ্গা ট্রাক টার্মিনাল পাইকারি কাঁচা বাজার ও নিউমার্কেট খুচরা কাঁচা বাজারে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকারের অভিযানের খবর পেয়ে অনেক পেঁয়াজ ব্যবসায়ীকে দোকান ছেড়ে পালিয়ে যেতে দেখা যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনার উপ—পরিচালক মোহাম্মদ সেলিম বলেন, ভারত রপ্তানি বন্ধ করে দেওয়ায় কিছু অসাধু ব্যবসায়ী পেঁয়াজের দাম বাড়িয়ে দেয়। এ খবরে আমরা অভিযান চালিয়েছি। কিন্তু ব্যবসায়ীরা ক্রয়—বিক্রয়ের রশিদ দেখাতে পারেনি। তারা মূল্যবৃদ্ধি করে ভোক্তাদের কষ্ট দিচ্ছে। দাম বাড়ায় খুচরা বাজারে পেঁয়াজের বিক্রির পরিমাণ আগের চেয়ে কমে গেছে। নগরীর বিভিন্ন এলাকার বাজারে দেখা গেছে বেশিরভাগ দোকানেই আগের পেঁয়াজ ছিল; কিন্তু গতবৃহস্পতিবার সন্ধ্যা থেকে পেঁয়াজের দাম বাড়ার খবরে খুচরা বিক্রেতারা পেঁয়াজেরও দাম বাড়িয়ে দিয়েছে। বিক্রেতারা জানান, গতবৃহস্পতিবার দেশি পেঁয়াজ ছিল ১৩০ টাকা আর ভারতীয় পেঁয়াজ ১০০ ১১০ টাকা কেজি। সোমবারে এসে দেশি ২২০ থেকে ২৪০ আর ভারতীয় পেঁয়াজ ২০০ থেকে ২২০ টাকা হয়েছে। আগে যে ক্রেতা ২ কেজি পেঁয়াজ কিনতো সে এখন আধা কেজি কিনছে।
খুলনায় অভিযান, জরিমানাতেও কমছে না পেঁয়াজের দাম
পূর্ববর্তী পোস্ট