প্রেস বিজ্ঞপ্তি: “জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগণের জীবন-জীবিকা নিরাপত্তা শক্তিশালীকরণ কার্যক্রম” প্রকল্পের আওতায় উপকূলীয় এলাকায় অভিযোজিত কৃষি সম্প্রসারণের লক্ষ্যে লিডার্স এর প্রধান কার্যালয়ে ১৩৯২ জন কৃষকের মাঝে লবণ ও খরা সহনশীল ৪৯৪০ কেজি ধানবীজ, ১৩৯২০ কেজি জৈবসার ও সবজি বীজ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের বাস্তবায়নে এবং জার্মান দাতা সংস্থা ”ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ডের” আর্থিক সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বীজ ও সার বিতরণ করেন উপজেলা কৃষি অফিসার মো. নাজমুল হুদা। লিডার্সের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব রনজিৎ কুমার বর্মনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম কুমার মৃধা, মুন্সিগঞ্জ ইউনিয়নের উপসহকারী কৃষি
অফিসার মো. মাসুম বিল্লাহ, উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা সুরঞ্জন শেখর মণ্ডল প্রমুখ।
শ্যামনগরে বোরো মৌসুমে লবণ ও খরা সহনশীল ধানবীজ ও সার বিতরণ
পূর্ববর্তী পোস্ট