আব্দুর রহিম, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার দুর্নীতি প্রতিরোধ নতুন কমিটির সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মত বিনিময় সভা ও ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আখতারুজ্জামান পল্টুর সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা। এ সময়ে ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট অ্যাডভোকেট ইব্রাহিম, সৈয়দ মাহমুদুর রহমান, সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু, সদস্য কণিকা সরকার, কৃষ্ণা কর্মকার, মাওলানা আশরাফুল ইসলাম, সাদিয়া পারভিন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কমিটির সকলের সাথে পরিচিতি ও আগামী ৯ ডিসেম্বর ২০২৩ আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালন উপলক্ষে দুর্নীতি দমন কমিশন কর্তৃক গৃহীত কর্মসূচির আলোকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতা, সকাল দশটায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে সংগীতের জাতীয় পতাকা উত্তোলন ও কবুতর উড়ানোর মাধ্যমে শুভ সূচনা।
কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা
পূর্ববর্তী পোস্ট