পাইকগাছা প্রতিবেদক: আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় শুরুতে সভাপতি স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের সশ্রদ্ধ চিত্তে স্মরণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন সভার কার্যক্রম শুরু করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ওসি মো. রফিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ শাহাদাত হোসেন বাচ্চু, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু। এসময়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিষ্ণুপদ বিশ্বাস, কৃষি কর্মকর্তা কৃষিবিদ অসীম কুমার দাশ, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌলদা খাতুন, ডিজিএম মো. ছিদ্দিকুর রহমান, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, পল্লী সঞ্চয় ব্যবস্থাপক জয়ন্ত সাহা, ইউআরসি ইন্সট্রাক্টর মো. ঈমান উদ্দীন, তথ্যসেবা কর্মকর্তা তন্বী দাশ, বিআরডিবি কর্মকর্তা রাকিবুল হাসান, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, পিআইও ইমরুল কায়েস, সহকারী শিক্ষা কর্মকর্তা ঝংকার ঢালী, একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকী, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও আ. ছালাম কেরু, অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষ, অব. অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, সহকারী অধ্যাপক, জিএম আজহারুল ইসলাম, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে, শহিদুল ইসলাম, মিলি জিয়াসমিন, সেলিনা পারভিন, রবীন্দ্রনাথ রায়, ইউএম জিএম জাকারিয়া, ষোলআনা সভাপতি জিএম শুকুরুজ্জামান, পাইকগাছা প্রেসক্লাবের তৃপ্তি রঞ্জন সেন, আব্দুল আজিজ, এম মোসলেম উদ্দিন, পূর্ণ চন্দ্র মন্ডল, মাজহারুল ইসলাম। এসময়ে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তর, প্রতিষ্ঠান, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। একই স্থানে আগামী শহীদ বুদ্ধিজীবী দিবস ও দুর্নীতি দমন প্রতিরোধ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহান বিজয় উপলক্ষ্যে পাইকগাছা উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
পূর্ববর্তী পোস্ট