নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা-১ (তালা- কলারোয়া) সংসদীয় আসনে নৌকা প্রতীকের মনোনিত প্রার্থী কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন কেন্দ্রীয় আওয়ামীলীগ ঘোষিত তালা-কলারোয়া আসনে দলীয় মনোনয়ন প্রাপ্তির পর বুধবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়িতে অবস্থিত দৈনিক পত্রদূত পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক শহিদ সম আলাউদ্দিন’র মাজার জিয়ারত করেন। এসময় কর্মীরা তাকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়াসহ মিষ্টি বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক, জেলা আওয়ামীলীগ শাখার শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেজুতি, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আক্তার-উল আলম, জয়নগর ইউনিয়নের সভাপতি আব্দুল আজিজ মাষ্টার, নগরঘাটা ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য ডা. আব্দুল গফুরসহ দলীয় নেতৃবৃন্দ।