নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান আশুকে সাতক্ষীরা সদর ২ আসনে মনোনীত করায় জেলা জাতীয় পার্টির সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) সাতক্ষীরা সদর ২ আসনের জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে বীরের বেশে এলাকার ফিরলেন আশরাফুজ্জামান আশু ঢাকা থেকে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হলে বিনের পোতা এলাকা থেকে জাতীয় পার্টির হাজার হাজার নেতাকর্মীরা পুষ্প বৃষ্টিতে বরণ করে নেয়। মোটরসাইকেল বহর নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তার কাঠিয়া বাসভবনে সংবর্ধনা সভায় মিলিত হয়। এসময় জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান আশু, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ তপন, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পী, পৌর জাতীয় পার্টির সভাপতি সৈয়দ মাহমুদ পাপা, সাধারণ সম্পাদক শেখ আবদুস সাদেক, ফিংড়ী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হুমায়ুন কবির প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ তপন।