
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা চ্যালেঞ্জার্স এসোসিয়েশন, টপটেন গ্রুপ খুলনা বিভাগের আয়োজনে “বিশেষ এন্টারপ্রেনারশিপ প্রোগ্রাম এবং ব্যবসায়িক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) কুরাইশী ফুড পার্কের হলরুমে সাতক্ষীরা চ্যালেঞ্জার্স এসোসিয়েশন সাতক্ষীরা’র সভাপতি মো. আবুল খায়েরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টপ ১০ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মঞ্জুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টপ ১০ গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আব্দুল্লাহ আল ফাইন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদীচী শিল্পী গোষ্ঠী, সাতক্ষীরা জেলা সংসদ’র সভাপতি এসকে সিদ্দিকুর রহমান। কুশখালী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম রফি, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. ইয়াকুব আলী। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা চ্যালেঞ্জার্স অ্যাসোসিয়েশন টপ ১০ বাজার লিমিটেড সাতক্ষীরা’র মার্কেটিং অফিসার মো. সাইদ হাসান, হৃদয় হোসেন, ইব্রাহিম খলিল, মাহবুব হক প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা চ্যালেঞ্জার্স অ্যাসোসিয়েশন টপ ১০ বাজার লিমিটেড সাতক্ষীরা’র প্রশিক্ষণ সম্পাদক শরিফুল ইসলাম।