নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম)’র দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. সজীব খান’র তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজের নেতৃত্বে জেলার দেবহাটা থানা এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, আইন-শৃঙ্খলা রক্ষা ও সহযোগিতায় বিশেষ অভিযান চলাকালে ২৪ নভেম্বর “দেবহাটা থানাধীন কামটা সাকিনস্থ মো. নাজির উদ্দিন গাজীর একতলা বিশিষ্ট বিল্ডিং বাড়ির ভাড়াটিয়া মো. আলী নেওয়াজ গাজীর বাসা থেকে ১শ ১১ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ মো. আলী নেওয়াজ গাজীর স্ত্রী মোছা. রেশমা খাতুন (৪৫)কে আটক করা হয়। দেবহাটা থানার মামলা নং-১০ , তারিখ- ২৪ নভেম্বর ২০২৩।
ডিবি পুলিশের অভিযানে ১শ ১১ বোতল ফেন্সিডিলসহ নারী আটক
পূর্ববর্তী পোস্ট