পাইকগাছা প্রতিবেদক: পাইকগাছায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিনের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, এসিল্যান্ড মো. আরিফুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীতিশ চন্দ্র গোলদার, ওসি (তদন্ত) তুষার কান্তি দাশ, উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব, প্রাণিসম্পদ কর্মকর্তা বিষ্ণুপদ বিশ্বাস, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ অসীম কুমার দাশ, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, পল্লী বিদ্যুৎ ডিজিএম মো. ছিদ্দিকুর রহমান তালুকদার, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, বিআরডিবি কর্মকর্তা রাকিবুল হাসান, পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌলদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন প্রমুখ।