ইমরান সরদার, কলারোয়া: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে করে সাতক্ষীরায় মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলারোয়া উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক জেলা আ.লীগের সদস্য ও উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম লাল্টু কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কৃষ্ণা রায়ের নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তার সাথে আ.লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি উপজেলা পরিষদ চত্বরের বঙ্গবন্ধু মোরালে সাতক্ষীরা (তালা- কলারোয়া)-১ আসনে মহাজোটগত ভাবে নয়, আ.লীগ দলীয় একক প্রার্থী দেওয়ার জন্য আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে সমাবেশ করেন। সেখানে কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌকার মনোনয়ন প্রত্যাশী কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু। এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউপি চেয়ারম্যান ও দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন। পরে দলীয় নেতাকর্মীরা বিভিন্ন বাদ্যবাজনা বাজিয়ে কলরোয়া উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। আনন্দ মিছিলে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।
সাতক্ষীরা ১ আসনে লাল্টুর মনোনয়পত্র সংগ্রহ
পূর্ববর্তী পোস্ট