আরিফুল ইসলাম আশা: কুখরালী আমতলা এলাকায় বায়নাকৃত জমির সীমানা পিলার ও কাঁটাতারের বেড়া ভাংচুর এর অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত রোববার ১২ নভেম্বর দিবাগত গভীর রাতে কুখরালী আমতলা এলাকায় এঘটনা ঘটে। সাতক্ষীরা শহরের দক্ষিণ পলাশপোল এলাকার মৃত আবুল হোসেন খান এর ছেলে ফখরুল আহম্মেদ খান অভিযোগ করে বলেন, কুখরালী আমতলা এলাকায় রামদেবপুর মৌজায় জে.এল নং- ৯৬ খতিয়ান নং- ৭৮২ এর রেকর্ডীয় মালিক দু:খে কারিকর এর ওয়ারেশ গহর আলী কারিকর, বাবলু রহমান বাবু কারিকর, কুদ্দুস আলী কারিকর, লিয়াকত আলী কারিকর, মো. শওকত আলী কারিকর, হাসান আলী কারিকর, ফতেমা খাতুন, ফতে বিবি ও ছায়রা খাতুন সকলে একত্রে গত ১৫ সেপ্টেম্বর তারিখে ২৫ শতক জমি আমার নামে নির্ধারিত মূল্যে বসইনা রেজিস্ট্রি করে দেয়। এর পর থেকে কুখরালি আমিনিয়া দাখিল মাদ্রাসার নৈশ্য প্রহরী ও ওই এলাকার নূর আলী সরদার এর ছেলে আবুল হোসেন সরদার (৪৫) ওই জমি জবরদখল করার চেষ্টা করছে। তারি ধারাবাহিকতায় গত রোববার দিবাগত গভীর রাতে ২০-২৫ জন লাঠিয়াল সন্ত্রাসী বাহিনী নিয়ে ওই জমিতে অবৈধ প্রবেশ করে সীমানা পিলার ও কাঁটাতারের বেড়া ভাংচুর করেছে। জানতে পেরে জমিতে যেয়ে সীমানা পিলার ভাংচুর করতে নিষেধ করলে আবুল হোসেনসহ ২০-২৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রসস্ত্রসহ আমার উপরে চড়াও হয়ে মারতে আসে। আমার আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের হাত থেকে আমাকে রক্ষা করে। এসময় আশপাশের লোকজন আসলে তারা ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার সময় তারা আমার প্রাণ নাশের হুমকি ধামকি দিয়ে যায়। এবিষয়ে আমি জেলা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করছি।
কুখরালীতে সীমানা পিলার ও কাঁটাতারের বেড়া ভাংচুরের অভিযোগ
পূর্ববর্তী পোস্ট