
আব্দুর রহিম, কালিগঞ্জ: নলতা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মালেকুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি। তিনি বলেন, ‘এই বিদায় দীর্ঘ নিশ্বাসের নয়, এই বিদায় নতুন শক্তি, বুদ্ধিমত্তা ও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। মনে রাখবে আমরাও একসময় তোমাদের মতো ছাত্র ছিলাম। তাই ভালো পড়াশোনা, কাজের প্রতি মনোযোগ ও পিতা মাতার কথা শুনলে তোমরাও একদিন সফল হবে।’ বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। এ সময় অবসরপ্রাপ্ত শিক্ষিকা ফতেমা পারভীনকে ফুলের তোড়া দিয়ে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ তোফায়েল আহমেদ, আব্দুল মোনায়েম, আনোয়ারুল ইসলাম, আনোয়ারুল হক, ইব্রাহীম খলিল প্রমুখ।