
নিজস্ব প্রতিবেদক: ইলেকট্রিক মিস্ত্রী ওলির প্রতারণা থেকে সাবধান শিরোনামে ৫ নভেম্বর দৈনিক সাতনদী প্রত্রিকাসহ কয়েকটি অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ হয়। ঐ সংবাদে ওলির প্রতারণার শিকার সামাদ ও রনি ওলির বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় আরও বেপরোয়া হয়ে উঠেছে ওলি। চুরির ঘটনা ফাঁস হওয়ায় সামাদ ও রনিকে দেখে নেয়ার হুমকি দিয়েছে। ওলির সহকর্মী রনি বলেন, ওলির সাথে সাতক্ষীরা জজ কোর্ট প্রাঙ্গণ দেখা হয়েছে তখন ওলি আমাকে বলে বিদ্যুৎতের তার চুরির ঘটনা ফাঁস করে দিয়েছিস সাংবাদিকের কাছে তোকে আমি দেখে নেবো। তখন ওলির সাথে ছিল ওলির বড় ভাই সাইফুলসহ বেশ কয়েক জন। কিছুক্ষণ পর সামাদ আমাকে বলে ওলি হুমকি দিয়েছে তার একজন নিকট আত্মীয়োর মাধ্যমে সামাদ কে। ছোট বেলা থেকে একটি প্রবাদ অনেক বার শুনেছি চোরের মায়ের বড় গলা কিন্তু চোরের গলাও অনেক বড় ওলির মাধ্যমে বাস্তবে সেটা দেখার সুযোগ হলো বলে জানান রনি। সামাদ ও রনির পরিবারকে নিরাপত্তা নিশ্চিত করে ওলিকে আইনের আওতায় আনার দাবি জানান তারা।