
আব্দুর রশিদ: বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য অগ্নিসংযোগ ও অবরোধ কর্মসূচির বিরুদ্ধে সাতক্ষীরায় অবরোধ কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল ১০টায় শহরের খুলনারোড় মোড়ে সাতক্ষীরা সদর উপজেলা আ.লীগের আয়োজনে অনুষ্ঠিত অবরোধ কর্মসূচিতে সাতক্ষীরা সদর উপজেলা আ.লীগের সভাপতি মো. আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। এসময় তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত আবারও আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। আসন্ন জাতীয় নির্বাচন ভন্ডুল করতে বিএনপি-জামায়াত সহিংসতার আশ্রয় নিচ্ছে। ২০১২, ২০১৩ ও ২০১৪ সালেও তারা এমন সংঘর্ষে জড়িয়েছিল। সাতক্ষীরার মাটিতে তাদের কোনো স্থান হবে না। যতদিন পর্যন্ত বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ চলবে, ততদিন পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে থাকবো এবং দাঁদভাঙ্গা জবাব দেওয়া হবে। এজন্য আ.লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের রাজপথে থাকার আহবান জানান।’
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আ.লীগের সহ সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সদস্য ইঞ্জি. মুজিবুর রহমান, যুগ্ম সম্পাদক মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা আ.লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মুনছুর আহমেদ, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লাইলা পারভীন সেঁজুতি, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক শামিমা পারভীন রত্না, সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, কলারোয়া উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, সদর উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো. মনিরুল ইসলাম মাসুম, ধর্ম বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান, ৭নং ওয়ার্ড আ.লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড আ.লীগের মিজানুর রহমান, ফজলু ঢালী, সেলিম চৌধুরী, আব্দুল হান্নান, শহিদুল ইসলাম, আসাদুজ্জামান লাভলু, মোহাম্মাদ আলী, জেলা যুব মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক সীমা ছিদ্দিক, সহ সভাপতি নাহিদা সুলতানা পান্না, সাংগঠনিক সম্পাদক সুফিয়া জামান দোলন, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদিকা আয়েশা ছিদ্দিকা (খুকুমনি) প্রমুখ। এসময় জেলা আ.লীগ, সদর উপজেলা আ.লীগ. পৌর আ.লীগ ও ওয়ার্ড আ.লীগসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পৌর আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি।