
নিজস্ব প্রতিবেদক: জ্বালাও পোড়াও সন্ত্রাস নৈরাজের বিরুদ্ধে আগামী নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করার আহবান জানিয়ে তালার খলিশখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শুক্তিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগের মহিলা নেতৃবৃন্দের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৪টায় অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গণেশ বর্মন। বক্তব্য রাখেন জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, মহিলা সম্পাদক শিমুন শামস, শিক্ষা সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, স্বাস্থ্য সম্পাদক ডা. সুব্রত ঘোষ, সদস্য নাজমুন আসিফ মুন্নি। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক সুলতান সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক রবীন্দ্র মন্ডল, যুবলীগ আহবায়ক খলিলুর রহমান প্রমুখ। সমাবেশের বক্তারা আগামী নির্বাচনে দেশের উন্নয়ন অগ্রযাত্রার ধারাবাহিকতা বজায় রাখতে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নারী ভোটারদের অগ্রণী ভূমিকা পালনের আহবান জানান।