কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেছেন প্রথম স্ত্রী নুর নাহার পারভিন। প্রথম স্ত্রী নুরনাহার পারভিন বলেন, কালিগঞ্জ উপজেলা ২নং বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামের আবু শাহমা এর পুত্র রবিউল ইসলামের সাথে গত ১৪/০৫/২০২২ সালে এক লক্ষ টাকা দেনমোহরে ইসলামী শরীয়ত মতে আমার বিবাহ হয়। আমার বিয়ের কয়েক মাস পরে আমার স্বামী রবিউল ইসলাম এর সাথে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য দেখা দেয়। আমার বাপের বাড়ি থেকে ৮০ হাজার টাকা এনে আমার স্বামীকে দেয়েছি। পরবর্তীতে বাবা মা ভাই বোন সবাই মিলে আমার স্বামী রবিউল ইসলামকে দ্বিতীয় বিয়ে দেয়, আমাকে বিভিন্ন ভাবে নির্যাতন দিতে থাকে, আমি সহ্য করতে না পেরে আমার বাপের বাড়ি চলে যাই, আমার স্বামী কিছুদিন পরে শশুর ও শাশুড়ি পরামর্শ অনুযায়ী আমার স্বামী প্রায় ২ লক্ষ টাকা আমার স্বর্ণ অলংকার নিয়ে দ্বিতীয় বিয়ে করে পালিয়ে যায়। স্থানীয়রা সাংবাদিকদের জানান, প্রথম স্ত্রী নুরনাহার পারভীনকে ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে করেন এবং প্রথম স্ত্রী নুরনাহারকে প্রায় সময় মারপিট ও গালিগালাজ করে রবিউল, বর্তমান রবিউল দ্বিতীয় স্ত্রীর সাথে আছেন বলে এলাকাবাসী নিশ্চিত করেন।
কালিগঞ্জে প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগ
পূর্ববর্তী পোস্ট