স্টাফ রিপোর্টার: মসজিদ উন্নয়নের জন্য সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে একলক্ষ টাকা অনুদানের চেক প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা জেলা পরিষদ প্রাঙ্গণে শ্যামনগর উপজেলার ভুরলিয়া ইউনিয়নের ইছাপুর (খানপুর) সরদার পাড়া জামে মসজিদের সভাপতি শুকুর আলীর হাতে অনুদানের চেক তুলে দেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সৈয়দ আমিনুর রহমান বাবু। এসময় প্যানেল চেয়ারম্যান যুবনেতা সৈয়দ আমিনুর রহমান বাবু বলেন, ইসলাম আমাদের মানবতার শিক্ষাই দিয়েছে, প্রধানমন্ত্রী প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের কাজ করে যাচ্ছে। আমার এলাকার সকল ধর্মীয় প্রতিষ্ঠান সমূহের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য এডভোকেট শাহনেওয়াজ পারভিন মিলি, জেলা পরিষদের হিসাব রক্ষক মফিজুল ইসলাম প্রমুখ।
মসজিদের উন্নয়নে ১ লক্ষ টাকা অনুদান দিলেন প্যানেল চেয়ারম্যান আমিনুর রহমান বাবু
পূর্ববর্তী পোস্ট