নজরুল ইসলাম, তালা: তালা সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড (ভায়ড়া-আগোলঝাড়া) জাতীয় যুব সংহতির সি.সহ-সভাপতি শেখ বাপ্পীকে জড়িয়ে এডিটিং করা ছবি সমাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করাসহ মিথ্যা বিবৃতির প্রতিবাদে তালা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে শেখ বাপ্পীর পিতা ব্যাবসায়ী শেখ মাহবুবুর রহমান প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। গতকাল রাত ৮টার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সম্মেলনকারী যুব সংহতি নেতা শেখ বাপ্পীর পিতা ও ভায়ড়া শেখপাড়া গ্রামের মৃত সেখ সাহাজান আলীর ছেলে শেখ মাহবুবুর রহমান লিখিত বক্তব্যে উল্লেখ করেন যে, তার একমাত্র পুত্র সন্তান শেখবাপ্পী (২২)। তিনি ও তার পরিবার জম্মলগ্ন থেকে জাতীয় পার্টির সাথে জড়িত এবং তিনি কাঠের ব্যাবসা করেন। প্রাক্তন মন্ত্রী সৈয়দ দিদার বখত্ এর বাড়ির সন্নিকটে তদের বাড়ি। পারিবারিক ভাবে সৈয়দ দিদার বখত্ এর সাথে আত্মীয় সম্পর্ক। ইউপি নির্বাচনে জাতীয় পার্টি তালা উপজেলা সভাপতি সাংবাদিক এসএম ইসলামের দল করেন। বিগত ২০২২ সালে তালা সদর ইউনিয়ন জাতীয় যুব সংহতির সম্মেলনের মাধ্যমে কমিটি হয়। উক্ত কমিটি গঠন কালে ১০-১১-২০২২ তারিখ ৬ নং ওয়ার্ড যুবসংহতির গঠিত কমিটিতে তার পুত্র শেখ বাপ্পী সিনিঃ সহ- সভাপতি পদ লাভ করেন। উক্ত সংগঠনের ইউনিয়ন কমিটি সম্মেলনের মাধ্যমে গঠিত হয় সেই কমিটির ইউনিয়ন সভাপতি মো. লিটন হুসাইন, সাধারন সম্পাদক শেখ ইকবল হোসেন। এক্ষণে তার শত্রুপক্ষের লোকজন তার পরিবারকে ক্ষতিগ্রস্ত করার জন্য তার একমাত্র পুত্র সন্তান শেখ বাপ্পী কে জড়িয়ে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব এর স্ত্রীর সাথে অনেক যুবকের ছবির সাথে তার পুত্র বাপ্পীর ছবি এডিট করিয়া সংযুক্ত করে যুবদলের তালা সদর ইউনিয়নের আহবায়ক শাহাপুর গ্রামের সাজু আহমেদ ওরফে আহম্মদ আলী তার আইডিতে পোষ্ট করে। তাছাড়া সাহাপুর গ্রামের শাহিনুর খাঁর আই,ডিতে উক্ত ছবি পোষ্ট দিয়া ছাত্র দলের কর্মি হিসাবে পরিচিতি করার অপচেষ্টা সহ মিথ্যা তথ্য উল্লেখ করে অপপ্রচারেলিপ্ত রয়েছে। তিনি বা তার পুত্র বা তার পরিবারের কেহ ছাত্রদল, যুবদল বি,এন,পি বা জামাতের রাজনীতির সাথে জড়িত নয়। তারপুত্র কে জড়িয়ে মিথ্যা বিবৃতি ছবি সহ প্রচার করা হচ্ছে। তিনি এই মিথ্যা বিবৃতির তীব্র নিন্দা জানিয়েছেন। তাদের নামে বাংলাদেশের কোন থানায় কোন মামলা বা জিডি নাই মর্মে দাবি করেন। তাঁর পুত্র যুব সংহতির নেতা শেখ বাপ্পী পিতার সাথে সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বলেন, সে যুবসংহতি তালা সদর ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের সিনিঃ সহসভাপতি। জন্মের পর থেকে কখনও অন্য কোন দলের সাথে জড়িত নন। একটি ছবি এডিট করে তাকে ফাসানোর চেষ্টা করা হচ্ছে। বিষয়টি প্রসাশন কে খতিয়ে দেখার জন্য দাবি জানানো হয়।
তালায় যুবসংহতির সহ সভাপতিকে ছাত্রদল কর্মী বানানোর প্রচেষ্টা: প্রতিবাদে পিতার সংবাদ সম্মেলন
পূর্ববর্তী পোস্ট