
বিশেষ প্রতিবেদক, তালা: সকলের শ্রদ্ধাভাজন, সুপরিচিত, সদা হাস্য উজ্জল, সাদামনের মানুষ শিক্ষাবিদ এম.এ কাশেম (৭০) স্যারের দাফন সম্পন্ন হয়েছে। তিনি তালা শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, তালা শহীদ কামেল মডেল হাইস্কুল, তালা মহিলা কলেজ, তালা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ অগণিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন। গতকাল সকাল ৯ টায় তালা বি,দে সরকারি উচ্চ বিদ্যালয়ের ফুটবল মাঠ চত্বরে মরহুমের প্রথম জানাযা নামাজে বক্তব্য রাখেন সাবেক তালা উপজেলা নির্বাহী অফিসার ও সাবেক অতি: সচিব মুহা: রেজওয়ান হোসেন, উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সহকারি কমিশনার (ভূমি) তালা আরাফাত হোসেন, সাতক্ষীরা সরকারি বারিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল্ল্যাহ আল-মামুন, তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাব সভাপতি, তালা সদরের সাবেক চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এসএম নজরুল ইসলাম। সাবেক জেলা পরিষদের সদস্য ও আ.লীগ নেতা মীর জাকির হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন তালা সরকারি শহীদ আলী আহম্মদ বারিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক, শহীদ কামেল কামেল মডেল হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক শক্তি পদ কর, নামাজে সাবেক অধ্যক্ষ মো. আব্দুর রহমান, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও তালা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, সাস পরিচালক মো. ঈমান আলী জাসদ কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান প্রমুখ। জানাযা নামাজে ইউপি চেয়ারম্যানবৃন্দ, আ.লীগ, বিএনপি জাতীয় পার্টি, জাসদ, শিক্ষক, সাংবাদিক, ছাত্র, সুশিল সমাজের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ গ্রহন করেন। জানাযা নামাজে ঈমামতি করেন তালা উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের পেশ ঈমাম মাও. মুহা. তাওহীদুর রহমান। বক্তরা বলেন, মরহুম কাশেম স্যার তালা শহীদ আলী আহম্মদ সরকারি বারিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সহ-অগণিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা ছিলেন। তিনি হাজার শিক্ষক কর্মচারিদের অবিভাবক সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসেবে সকলের কাছেন সুপরিচিত সদাহাস্য উজ্জল সাদামনের মানুষ ছিলেন। তারা আকস্কিক মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া বিরাজ করছে। মরহুমের দ্বিতীয় জানাযার নামাজ বেলা ১১ টায় তালা সদরের বারুইহাটি গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাযা নামাজ শেষে তাদের প্রতিষ্ঠিত জামে মসজিদ সংলগ্ন স্থানে দাফন করা হয়।