
রুবেল হোসেন: ‘ধর্ম নিরপেক্ষ মানবিক সমাজ গড়ে তুলুন, ধর্মের নামে জামায়াত শিবির চক্রের সন্ত্রাসী রাজনীতি নিষিদ্ধ করুন এই স্লোগানে “মুক্তিযুদ্ধের চেতনার অভিযাত্রা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) সাতক্ষীরাস্থ রেড ক্রিসেন্ট সোসাইটিতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সাতক্ষীরা জেলা কমিটির আয়োজনে উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক অধ্যক্ষ আশেক-ই-এলাহীর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ হারুণ-অর-রশিদ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নির্মূল কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী মুকুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নির্মূল কমিটির আইটি সেলের সভাপতি আসিফ মুনীর।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল ওহাব, সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, অধ্যাপক পবিত্র মোহন দাশ, বীর মুক্তিযোদ্ধা ডাঃ সুশান্ত ঘোষ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যান ব্যানার্জী, কবি মন্ময় মনির, উদীচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে, জেলা আ’ লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সুব্রত ঘোষ, আশাশুনি উপজেলা জাসদ ছাত্রলীগের সভাপতি মোঃ মফিজুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত হয়েছে। এখনো সাম্প্রদায়িক অপশক্তি স্বাধীনতা বিরোধী জামায়াত শিবির দেশকে অস্থিতিশীল করার পায়তারায় লিপ্ত। একাত্তরের পরাজিত অপশক্তি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এদেরকে পরাজিত করে আগামী নির্ভাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির বিজয় নিশ্চিত করতে হবে।”