
আব্দুর রহমান: সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের মধ্য কাটিয়ার মাঠপাড়া গ্রামে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের লক্ষে ১২ লক্ষ টাকা ব্যয়ে আরসিসি ড্রেন নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে নির্মাণ সামগ্রী ঢেলে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল। এসময় তিনি বলেন, ‘সাতক্ষীরা পৌরসভা একটি প্রথম শ্রেণির পৌরসভা। প্রতি ৫ বছর পর পর পৌরসভার জনগণ তাদের নাগরিক সুযোগ-সুবিধা ভোগ করতে পছন্দের জনপ্রতিনিধিকে ভোট দিয়ে নির্বাচন করেন। কিন্তু অত্যান্ত দু:খের সাথে বলতে হচ্ছে গত ২০ বছরে সাতক্ষীরা পৌরসভার দৃশ্যমান কোন অবকাঠামো উন্নয়ন কেউ করতে পারিনি। আমি নির্বাচিত হওয়ার পর জনগণকে সাথে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। এরই ধারাবাহিকতায় মধ্য কাটিয়ার জলাবদ্ধতা নিরসনে ১২ লক্ষ টাকা ব্যয়ে এই ড্রেনটি নির্মাণ করা হচ্ছে। এছাড়াও আমার ওয়ার্ডসহ পৌরসভার সকল ওয়ার্ডে দৃশ্যমান উন্নয়ন কাজ চলছে।’ এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার সহকারি প্রকৌশলী কামরুল আখতার তপু, মো. শামীম মল্লিক, শফি উদ্দিন ময়না, উপ সহকারী কৃষি কর্মকর্তা কিরন্ময় সরকার, রেজাউল কাগুজী, আরশাদ আলী, নবনুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আইয়ুব আলী, মাহমুদ্দিন লস্কর দুষ্টু, আকবার আহমেদ বাবলু, নজরুল ইসলাম, আব্দুস সামাদ, আব্দুর রশিদ, হামিদ, শুভ রাজ, ইয়াকুব, আব্দুল খালেক, ঠিকাদার মো. কবির হোসেন প্রমুখ। উল্লেখ্য, সাতক্ষীরা পৌরসভার অর্থায়নে কাটিয়া মাঠপাড়ার নেছার’র বাড়ি হতে হামিদের বাড়ি পর্যন্ত ১২ লক্ষ টাকা ব্যয়ে ২০০ মিটার আরসিসি ড্রেন নির্মাণ করা হচ্ছে।