
জিয়াউর রহমান, শ্যামনগর: বাংলাদেশ কোষ্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা গোপনে জানতে পেরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। বরিবার (২২ অক্টোবর) ভোর ৪টার দিকে বাংলাদেশ কোষ্টগার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি স্টেশন কৈখালী কমান্ডার (লে. বিএন) মো. মুনতাসির ইবনে মহসীন এর নেতৃত্বে কোষ্টগার্ড সদস্যরা শ্যামনগর থানাধীন ভারত সীমন্তবর্তী কৈখালী ৫ নদীর মুখ সংলগ্ন টেকেরমাথা এলাকায় অভিযান চালানোর সময় সংঘবদ্ধ পাচারকারীর দল মালপত্র ফেলে পালিয়ে যায়। কৈখালী কোষ্টগার্ড কমান্ডার লে. মো. মুনতাসির ইবনে মহসীন জানান, মদ পাচারের খবর গোপনে জানতে পেরে তাৎক্ষনিক ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। শ্যামনগর থানার ওসি মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।