
আব্দুর রহিম, কালিগঞ্জ: কালিগঞ্জে গ্যাস ট্যাবলেট খেয়ে মো. আল-আমিন (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) রাতে নিজস্ব বাস ভবনে তার মৃত্যু হয়। নিহত যুবক কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সোনাটিকারী গ্রামের রাজমিস্ত্রি মোঃ শফিকুল ইসলামের ছেলে। আলামিনের এলাকাবাসী সিরাজুল ইসলাম জানান, ছেলেটি জন্ম থেকেই বুদ্ধি প্রতিবন্ধী, চিকিৎসা করাতে করাতে তার পরিবার নি:স্ব হয়ে গিয়েছে। কখনো কখনো আল-আমিন অস্বাভাবিক আচরণ করত। এমনকি এর আগে ৪ বার আত্মহত্যা করার চেষ্টা করেছে। চাচা রবিউল ইসলাম বলেন, কিছুদিন আগে ছেলেটিকে আমরা বিবাহ করাই। তবে তার অস্বাভাবিক আচরণের কারণে বিবাহ বিচ্ছেদ হয়।আজ দুপুরে আমার বাড়ির উঠানে আলামিন বমি করে। পরে ভালোভাবে গোসল খাওয়া করেছিল। এমনকি সারাদিনে বিভিন্ন দিকে ঘুরে বেড়িয়েছে। রাতে হঠাৎ শুনি তার মৃত্যু হয়েছে। জানা গিয়েছে দুপুরে গ্যাস ট্যাবলেট সেবন করলেও বমি হওয়াতে বিষয়টি বেশি গুরুত্ব দেওয়া হয়নি। বাবা ছিলেন দূরবর্তী এলাকায় কাজে। আল-আমিন কে কোন চিকিৎসা করানো হয়নি। রাত ৯ ঘটিকার পরে যুবকের মৃত্যু ঘটে। এ বিষয়ে আলামিনের পরিবারের বক্তব্য, দুই ভাই বোনের মধ্যে আল-আমিন ছোট। তার সুস্থতার জন্য আমরা চেষ্টার ত্রুটি রাখিনি। দেড় মাস আগে ঢাকায় তাকে চিকিৎসা করিয়েছি তবুও সুস্থ হয়নি। এই মৃত্যু কোন ভাবে মেনে নিতে পারছি না। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান জানান, আমরা ঘটনাটি শুনে সাথে সাথে পুলিশের দল পাঠায়। এস আই নকিব পান্নু সুরতহাল ও কাগজপত্র দেখে নিশ্চিত হন যে, আল-আমিন বুদ্ধি প্রতিবন্ধী, দেড় মাস আগে তাকে দীর্ঘদিন চিকিৎসাধীন রাখা হয়েছিল, এবং বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক তার প্রতিবন্ধী কাগজপত্রাদি রয়েছে। একই সাথে এলাকাবাসী ও পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশটি দাফন করার অনুমতি দেওয়া হয়।