নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় যুব মহিলা লীগের উঠান বৈঠাক ও শেখ হাসিনা সরকারের উন্নয়ন প্রচারে নৌকার জন্য ভোট চাইলেন সাতক্ষীরা ২ সদর আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা আ.লীগের সহ-সভাপতি সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা শেখ শাফি আহমেদ। তিনি তার বক্তব্যে বলেন ডিজিটাল বাংলাদেশের পাশাপাশি স্মাট বাংলাদেশ বিনির্মানে শেখ হসিনার বিকল্প নেই। উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নিতে আগমি দ্বাদশ সাংসদ নির্বাচনে নিজেদের সকল দিধাদ্বন্দ্ব ভূলে ঐক্যবদ্ব থেকে নৌকার জন্য কাজ করতে হবে। দেশ আজ শিক্ষা, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি, উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থাসহ নানা ক্ষেত্রে দেশ বিগত ১০০ বছরের তুলনায় এগিয়ে গিয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, পদ্মা সেতু হয়েছে, রুপপুর বিদ্যুৎ কেন্দ্র, মেট্ররেলের সুবিধা পাচ্ছে জনগন। দেশের এই অগ্রযাত্রাকে থামিয়ে দিতে দেশি-বিদেশী যড়যন্ত্রে লিপ্ত হয়েছে বিএনপি-জামায়াত। তাদের এই সড়যন্ত্র রুখে দিতে জনগনকে সাথে নিয়ে রাজপথে থাকার আহবান জানান শেখ শাফি আহম্মেদ। বুধবার (১১ অক্টোবর) বিকেলে জেলা যুব মহিলা লীগের আয়োজনে পৌরসভার ৪নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি। যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সীমা সিদ্দিকীর সভাপতিত্বে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী মীগের সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দিন, সাহানা মহিদ, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, আতাউর রহমান, জেলা কৃষক লীগের সভাপতি মাহফুজা রুবি, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, সাংস্কৃতিক সম্পাদক শামীমা পারভীন রত্না, মহিলা সম্পাদিকা শিমুল সামস, সদস্য সৈয়দ নাজমুন আসিফ মুন্নি, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মীর মোস্তাক আলী, জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি মেহেরুন নেছা, যুগ্ম সাধারণ সম্পাদক নুরজাহান, সাংগঠনিক সম্পাদক সুফিয়া জামান দোলন, সাংস্কৃতি সম্পাদক খুকু মনি প্রমূখ।