প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা জলবায়ু অধিপরামর্শ ফোরাম এর আয়োজনে ও বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর সহযোগিতায় উপকূলের মানুষের ইশতেহার শীর্ষক উপকূল সংলাপ অনুষ্ঠিত হয়। শনিবার সাতক্ষীরা কুরাইশী ফুড পার্কে সংলাপে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাতক্ষীরা জেলার সহ-সভাপতি আবু আহমেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবি, জেলা জাতীয় পার্টি এর সাধারন সম্পাদক আশরাফুজ্জামান আশু, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহিলা সম্পাদক ফরিদা আক্তার বিউটি, জেলা জাসদের সভাপতি ওবায়দেস সুলতান বাবলু , বাংলাদেশ জাসদের সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি এর ইদ্রিস আলী, সিপিবি এর সভাপতি আবুল হোসেন, বাসদের সমন্বয়কারী নিত্যানন্দ সরকার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এর সাধারণ সম্পাদক মুনসুর রহমান, গণফোরামের সভাপতি আলী নুর খান বাবুল প্রমুখ। জলবায়ু অধিপরামর্শ ফোরামের আহ্বায়ক অধ্যক্ষ আবদুল হামিদ এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষ জলবায়ু পরিবর্তনের ফলে যে সংকটের সম্মুখীন হচ্ছে তা নিরসনের জন্য সরকারকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে মহাপরিকল্পনা করার দরকার। সভায় উপকূলীয় মানুষের উন্নয়নে বক্তারা আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলের ইস্তেহারে সুনির্দিষ্ট কিছু দাবি সংযুক্ত করার আহ্বান জানান। দাবিগুলো হল: ১। উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন ২। নিরাপদ পানীয় জলের স্থায়ী ব্যবস্থা ৩। একটি বাড়ি একটি শেল্টার তৈরি প্রকল্প গ্রহণ ৪। দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকাকে দুর্যোগ প্রবণ এলাকা ঘোষণা করা ৫। উপকূলের রক্ষাকবচ সুন্দরবন সুরক্ষা ৬। স্থায়ী ও মজবুত বেড়িবাঁধ পুন: নির্মাণ ও ভঙ্গুর সুইচ গেট মেরামত করা। সংলাপ এ উপকূলের ভুক্তভুগী রঞ্জন রপ্তান, পারুল আক্তার, হাবিবুল্লাহ গাজী তাদের উপকূলের বিভিন্ন সংকট এবং তা থেকে উত্তরণের জন্য সুনির্দিষ্ট উক্ত দাবি তুলে ধরেন এবং সরকারের নির্বাচনী ইশতেহারে দাবি সমূহ সংযুক্ত করার কথা বলেন।
৬ দফা দাবিতে উপকূলের মানুষের ইশতেহার শীর্ষক সংলাপ
পূর্ববর্তী পোস্ট