পাইকগাছা প্রতিবেদক: “নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব” প্রতিপাদ্যকের আলোকে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৩ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। সভাপ্রধান ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন। উপজেলা সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ’র সঞ্চালনায় বক্তৃতা করেন উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউআরসি ইন্সট্রাক্টর মো. ঈমান উদ্দীন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু ও কবিতা রাণী দাশ, ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বাবলুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এনামুল হক, কাউন্সিলর আসমা আহমেদ, ইউপি সদস্য শংকর বিশ্বাস, ইউপি সচিব মো.বেলাল হুসাইন, জিএম আব্বাস উদ্দীন, শেখ মিরাজুল ইসলাম, বিজয় পাল, সঞ্জীব ঘোষ, ইরশাদ হোসেন, ফয়সাল কবির, জাবেদ ইকবাল, আরিফ বিল্লাহ, আ.গণি, রাশেদ। এসময় ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব ও হিসাব সহকারীগণ উপস্থিত ছিলেন।