
নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: “বাড়িতে এসি না লাগিয়ে বাড়ির আঙিনায় গাছ লাগান” স্লোগান কে মনে প্রাণে বিশ্বাস করে দেবহাটায় স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের টিম মানবিক পরিবারের পক্ষ থেকে বৃক্ষ রোপন অভিযান শুরু করেছে। ২৯ শে সেপ্টেম্বর বিকালে অনুষ্ঠিত বৃক্ষ রোপণ অভিযানে আমাদের টিম মানবিক পরিবারের সভাপতি এইচ এম মনির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ রোপন অভিযানে অংশ গ্রহণ করেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শ, সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আবুল খায়ের, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জামাল মোল্যা। উক্ত এসময় আমাদের টিম মানবিক পরিবারের প্রতিষ্ঠতা সভাপতি ও পরিচালক শেখ মনিরুল ইসলাম, উপদেষ্টা দিলিপ দাশ নীল, সহ- সভাপতি আব্দুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ ইমরান হোসেন, সহ- সম্পাদক মোস্তাকিম হোসেন, প্রচার সম্পাদক তারেক মনোয়ার, নারী বিষায়ক সম্পাদক হালিমাতুস সাদিয়া, সদস্য নুসরাত জাহানসহ সকল সদস্য বৃন্দ। অনুষ্ঠানটি সমন্বয় করেন আমাদের টিম মানবিক পরিবারের সমন্বায়ক মাসুম বিল্লাহ।