আবু হাসান, কেশবপুর: কেশবপুরে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শীর্ষক মতবিনিময় সভা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ৮৪ জন শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এমএম আরাফাত হোসেন মতবিনিময় সভার সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রবিউল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফুজ্জামান খান, সহকারী অধ্যাপক মশিউর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নওশাদ আলী মোড়ল, সাধারণ সম্পাদক নাজমূল হুদা বাবু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শোভা রায়।