নজরুল ইসলাম, তালা: আগত জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে পাটকেলঘাটার ধানদিয়া ইউনিয়নের অশোক মোড়ে জাতীয় পার্টির নির্বাচনী প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৪ টার উপজেলার পাটকেলঘাটার ধানদিয়া ইউনিয়নের অশোক মোড় বাজার চত্বরে নির্বাচন প্রস্তুুতি সভায় জাতীয় পার্টির প্রেসিডিয়ম সদস্য, সাবেক মন্ত্রী ও এমপি সৈয়দ দিদার বখত। ধানদিয়া ইউনিয়ন জাপা সভাপতি মো. আবু বকর গাজীর সভাপতিত্বে ও তালা উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক বিএম বাবলুর রহমান এর সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন অশোক মোড় বাজার মসজিদ ইমাম হাফেজ মাও. ফয়সাল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যের রাখেন তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাব সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী গরিবের বন্ধু সাংবাদিক এস,এম নজরুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পর্টির সহ সভাপতি ও সাবেক মাধ্যমিক শিক্ষা সমিতি তালা উপজেলা সভাপতি মাষ্টার আজিজ, জাতীয় পার্টি তালা উপজেলার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম, তালা উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ডাক্তার আবুল বাশার, ধানদিয়া ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক মানিক মোড়ল, ধানদিয়া ইউনিয়ন মহিলা বিষয়ক সম্পাদক তাসলিমা বেগম, ইউনিয়ন জাতীয় যুব সংহতির সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, ইউনিয়ন জাতীয় ছাত্র সমাজের সিনিয়র সহ সভাপতি আহসান হাবীব, জাতীয় ছাত্র সমাজের ওয়ার্ড সভাপতি মোঃ মনিরুল ইসলাম শেখ প্রমুখ। নির্বাচনী সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খলিষখালি ইউনিয়ন জাপা সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান, সরুলিয়া ইউনিয়ন জাপা সভাপতি মোঃ নুরুল ইসলাম খোকা, জাপা নেতা সাবেক ইউপি সদস্য মোঃ আব্দুল মজিদ, ধানদিয়া ৫নং ধানদিয়া- কৃষ্ণনগর ওয়ার্ড জাপা সভাপতি মোঃ নূর আলী সানা, সাধারণ সম্পাদক আব্দুর রউফ সরদার, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, জাতীয় যুব সংহতির ওয়ার্ড সভাপতি মোঃ শহিদুল ইসলাম সানা, সাধারণ সম্পাদক মোঃ বাবুল সরদার, জাতীয় যুব সংহতির তেঁতুলিয়া ইউনিয়নের সভাপতি কাজী আসাদ, জাতীয় ছাত্র সমাজের তেঁতুলিয়া ইউনিয়নের সভাপতি মোঃ ফয়সাল হোসেন,ওয়ার্ড জাতীয় ছাত্র সমাজের সভাপতি মোঃ সবুজ খান, সাধারণ সম্পাদক মোঃ আবুল খালেক মোড়ল। এছাড়া আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির তালা উপজেলা কমিটির সদস্য মোঃ নজরুল ইসলাম, মোঃ রহমত গোলদার, মোঃ আব্দুল রহমান শেখ, মোঃ জাহাঙ্গীর মীর, মোঃ আবুল কাশেম বিশ্বাস, মোঃ জাহাঙ্গীর মোড়ল, মোঃ কামরুল ইসলাম গোলদার। নির্বাচনী প্রস্তুুতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় পল্লীবন্ধুর হাত ধরে দক্ষিন পশ্চিমাঞ্চলের তথা সারা দেশের অভাবনীয় উন্নয়ন কর্মকান্ডের ফিরিস্থি তুলে ধরে আগামী সংসদ নির্বাচনে লাঙল প্রতীকে ভোট আহ্বান করাসহ তিনি আরও বলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টি নিয়ামক শক্তি এবং তালা উপজেলা চেয়ারম্যান প্রাার্থী হিসেবে সাংবাদিক এসএম নজরুল ইসলাম সহ উভয় কে জনকল্যানে নিবেদিত হয়ে কাজ করার সুযোগ দেওয়ার জন্য সকলের প্রতি আহব্বান জানান।
পূর্ববর্তী পোস্ট