
আব্দুর রহিম, কালিগঞ্জ: কালিগঞ্জে ডিএমসি ক্লাবের আয়োজনে ৪ দলীয় নকআউট স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলা সোমবার (১৮ সেপ্টেম্বর ) বিকাল ৪ টায় ডি. এমসি ক্লাব মাঠে কালিগঞ্জ ফুটবল একাডেমি বনাম কুশুলিয়া কসমস ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় কালিগঞ্জ ফুটবল একাডেমি ২-১ গোলে কুশুলিয়া কসমস ক্লাবকে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। খেলাটির উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজাহার আলী, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মথুরেশপুর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাকিম, কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম মো. আব্দুল্লাহ, কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক টিএইচ এ ডা. আসছেদুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু, যুগ্ম সম্পাদক আশেক মেহেদী, মথুরেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোখলেসুর রহমান রহমান মুকুল, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন, উপজেলা নির্বাচন অফিসার অনুজ গাইন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ, সাবেক কৃতি ফুটবল খেলোয়াড় জিন্নাত আলী প্রমুখ। খেলাটির ধারা বর্ণনায় ছিলেন জাতীয় ধারাভাষ্যকর ইসমাইল হোসেন মিলন, ও এম আর মোস্তাক, টুর্নামেন্টের ফাইনাল খেলা কালিগঞ্জ ফুটবল একাডেমি ও মৌতলা ফুটবল একাদশ এর মধ্যে অনুষ্ঠিত হবে।