
আব্দুর রহিম, কালিগঞ্জ: সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা: আ ফম রুহুল এমপি বলেছেন, ‘খেলাধুলা যুব সমাজকে মাদক থেকে দুরে রাখে, খেলাধুলার কোন বিকল্প নেই, এজন্য যুব সমাজকে প্রতিনিয়ত খেলার প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে। সাতক্ষীরায় মাদক ও জঙ্গিবাদের কোন স্থান নেই।’ রবিবার বিকাল ৪ টায় সখিপুর সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ মাঠে আয়োজিত সখিপুর উদয়ন সংঘ আয়োজিত লক্ষ টাকার ফুটবল টুর্নামেটের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা: আ ফম রুহুল এমপি এসব কথা বলেন।’ দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মুজিবর রহমানের সভাপতিত্বে মাদক ও জঙ্গীবাদ বিরোধী উপজেলা চেয়ারম্যান কাপ লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. মনিরুজ্জাামান পিপিএম। এসময় তিনি বলেন, ‘সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে চাকুরীজীবি, পেশাজীবি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ সকলকে সাথে নিয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তিকে রুখে দিতে সাতক্ষীরা জেলা পুলিশ নিরালসভাবে কাজ করে যাচ্ছে। উগ্রবাদ, জঙ্গীবাদ, মাদক, সন্ত্রাস ও ভূমিদস্যুরা যাতে আর জেলার আপামর মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন ঘটাতে না পাতে সেজন্য ঐক্যবদ্ধভাবে পুলিশকে সহযোগীতা করতে সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আহবান জানান তিনি।’ এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ানুর রহমান, দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার এসএম জামিল আহমেদ, দেবহাটা থানার ওসি বাবুল আক্তার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সখিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, ইউনিয়ন আ’লীগের সভাপতি সরদার মো. আমজাদ হোসেন, আহছানিয়া মিশনের ইকবাল মাসুদ, উদয়ন সংঘের সভাপতি আবু আব্দুল্যাহ আল আজাদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ফাইনাল খেলাটিতে গাজীরহাট প্রগতি সংঘ ও ভাতশালা গণ গ্রন্থাগার ফুটবল একাদশের খেলোয়াড়রা একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করেন। উত্তেজনাপূর্ণ খেলায় টাইব্রেকারে ৩-২ গোলে ভাতশালা গণ গ্রন্থাগার একাদশের খেলোয়াড়রা জয়লাভ করে।