
প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সংগঠনকে শক্তিশালী করার জন্য প্রয়োজন সেচ্ছাসেবা, যৌথ নেতৃত্ব, অসাম্প্রদায়িকতা ও তরুন সম্প্রদায়ের সম্পৃক্ততা এ শ্লোগান কে সামনে রেখে ১৬-৩০ শে সেপ্টম্বর’২০২৩ সাংগঠনিক পক্ষ উদ্ধোধন, কর্মীসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকাল ৪ টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি সালেকা হক কেয়া। উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি শামীমা সুলতানা, সাংগঠনিক সম্পাদক রুপা মিত্র, অর্থ সম্পাদক হাফিজা খাতুন সহ জেলা ও পাড়া কমিটির নেত্রীবৃন্দ। ১৫দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। আলোচনা অনুষ্ঠানে বক্তরা বলেন, সাম্প্রতি সময়ে নারীদের আবার ঘরে বন্দী করার জন্য নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গির বিভিন্ন ঘটনায় আমরা লক্ষ্য করছি। নারীকে স্বাধীন চলাফেরা, পোশাকসহ বিভিন্ন বিষয়ে গণপরিসরে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে হেনস্থা করা হচ্ছে। নারীরা নিত্যদিন বিভিন্নভাবে সহিংসতার শিকার হচ্ছে এবং এর প্রতিবাদে নারী সমাজ তথা নারী আন্দোলনকে আরো সচেতন হতে হবে, সমাজকে এই দৃষ্টিভঙ্গি নিরসনে যুক্ত করে আন্দোলন গড়ে তুলতে হবে এবং এর পাশাপাশি সরকারকে যথাযথ ব্যবস্থা গ্রহনের দাবি জানাচ্ছি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা শাখার সাধারন সম্পাদক জ্যোৎস্না দত্ত।